January 26, 2025, 6:02 am
মোঃ আরিফ রববানী ময়মনসিংহ
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম বলেছেন, শারীরিক চর্চা ও মানসিক বিকাশের মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলাই বর্তমান সরকারের লক্ষ। সেই লক্ষ পুরণে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম ও ছাত্র-ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আমরা আশা করব খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যে বহিঃপ্রকাশ ঘটবে, সেই বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব।
শুক্রবার (২৩ জানুয়ারি) ময়মনসিংহ সার্কিট হাউসে মাঠে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ভলিবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম। এতে জেলা প্রশাসক গোল্ডকাপ কাবাডি খেলায় মুক্তাগাছা উপজেলাকে ৪০-১৩ পয়েন্টে হারিয়ে ফুলপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রশাসক বলেন, একটি সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আজকে যখন ছাত্র-জনতার আন্দেলনে দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশের মানুষ একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। যেখানে কোনো অপচেষ্টা, অপরাজনীতি ও বিশৃঙ্খলা থাকবে না।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) কাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক আরো বলেন সুস্থ থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকাসক্তি থেকে দূরে থাকতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কোন বিকল্প নেই। এই খেলা গুলোর মাধ্যমে আগামী দিনের জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব।
এসময় অন্যান্যদের মাঝে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।