পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম পরিদর্শন

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ওএমএস কর্মসূচির আওতায় খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তিনি বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের চিংড়ি বিপণন মার্কেট সংলগ্ন ডিলার জুই আক্তারের বিক্রয় কেন্দ্র এবং সরল শান্তির মোড় সংলগ্ন ডিলার সুচরিতা রাণী দাশ এর বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সাথে বিক্রয় ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। তিনি সরকারের খাদ্য অধিদপ্তরের এ কর্মসূচি দেশের সকল মানুষের জন্য নির্ধারণ করা রয়েছে। সংশ্লিষ্ট বিক্রয় কেন্দ্র থেকে যেকোনো ব্যক্তি ৩০ টাকা কেজি দরে প্রতিদিন ৫ কেজি চাল সংগ্রহ করতে পারবেন। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনবান্ধব এ কর্মসূচি অব্যাহত রাখতে কার্যক্রম পরিচালনায় সকলকে সহযোগিতা করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ট্যাগ অফিসার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক ও শাহেদুজ্জামান বাবু। উল্লেখ্য গত ১২ জানুয়ারি থেকে খাদ্য অধিদপ্তরের আওতায় উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা সদরের দুটি বিক্রয় কেন্দ্র থেকে দুইজন ডিলারের মাধ্যমে সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন দুই মেট্রিক চাল ৩০ টাকা কেজি দরে মাথাপিছু ৫ কেজি করে চাল বিক্রয় করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *