স্বরূপকাঠিতে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন (টুয়াস)এর আহবায়ক কমিটি গঠন

স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি //

দেশি বিদেশি পর্যটকদের সার্বিক সহযোগিতা দেয়ার জন্য “ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন স্বরূপকাঠি (টুয়াস) নামে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। স্বরূপকাঠি উপজেলার অপরুপ সৌন্দর্যের কারনে ইতিপূর্বে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত লাভা করেছে অনেক নান্দনিক স্থান এর মধ্যে স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা অন্যতম।

পিরোজপুরে স্বরূপকাঠি উপজেলার ব্যাক ওয়াটার্স খ্যাত আটঘর কুড়িয়ানার

সম্ভাবনাময় স্থান ঘুরে ট্যুরিজমের স্থান হিসাবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার মোঃ আসাদুজ্জামান আসাদ কে আহবায়ক এবং ফয়সাল হাসান সুজন কে সদস্য সচিব করে “ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন স্বরূপকাঠি (টুয়াস) নামে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন।মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন,মোঃ মামুন হাসান।

আগামী ২৭সেপ্টেম্বর ২০২২ইং বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আটঘর কুড়িয়ানায় একটি ব্যাতিক্রমধর্মী র‍্যালির আয়োজন করা হবে বলে জানান আহ্বায়ক কমিটি ।

র‍্যালিকে প্রাণবন্ত করতে বৃহস্পতিবার সন্ধ্যায় আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠুন হালদার এবং পেয়ারা বাগানে গড়ে ওঠা পর্যটন মালিকদের সাথে বিশদ আলোচনা করা হয়।

(টুয়াস)এর আহবায়ক আসাদুজ্জামান বলেন, স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানায় ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ জন্য দেশি বিদেশি পর্যটকদের এখানে আসতে এবং সার্বিক সহযোগিতা জন্য আমরা আপাতত একটি আহবায়ক কমিটি করেছি সিগ্রই পূর্ণাঙ্গ কমিটি করা হবে।আমি আশাবাদী ভবিষ্যতে স্বরূপকাঠি ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন (টুয়াস) এর মাধ্যমে এই পর্যটন খাতে অনেক বেকার যুবকের কর্ম সংস্থান হবে।

স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *