মহেশপুরে এক বিধবা মহিলার রোপনকৃত ধান নষ্ট করে দিয়ে জোর পুর্বক জমি দখল।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামের মোছাঃ ফাহিমা খাতুন নামের এক বিধবা মহিলার বাথানগাছি মৌজার ঘোলগাড়ি মাঠে ১১ শতক জমিতে সদ্য রোপনকৃত ধান পাওয়ার টিলার দিয়ে সম্পুন্ন রুপে নষ্ট করে দিয়ে জোর পুর্বক দখল করে নিয়েছে একই গ্রামের আমজাদ হোসেন।

এঘটনায় জমির মালিক মোছাঃ ফাহিমা খাতুন জানান স্বামীর দেওয়া আমার নিজ নামীয় উপজেলার বাথানগাছি মৌজার ১০৩৯ নং খতিয়ানের হাল দাগ নং ১২৮৩ – ৫৬ শতকের মধ্যে ১১ শতক জমিতে সদ্য ধান রোপন করে পরিচর্চা করে আসছি। যার দলিল নং ৭০২৭। গত ২০ জানুয়ারি গ্রামের মৃত জটু সর্দারের ছেলে আমজাদ হোসেন জোর পুর্বক আমার জমিতে লাগানো ধান পাওয়ার টিলার দিয়ে চষে নষ্ট করে দিয়েছে। যার কোন শর্ত ঐ ব্যক্তির এই জমিতে নেই।।

তিনি আরো জানান আমার স্বামীর জীবতদশায় একই মৌজার ১০০৫ নং দাগে ৫৬ শতকের মধ্যে ৮ শতক জমি মৃতঃ জটু সর্দারের ছেলে আমজাদ হোসেনের নিটক বিক্রয় করেন। তিনি ঐ দাগ দখলে না গিয়ে আমার নামে দেওয়া জমিটি জোর পুর্বক দখল করে নিচ্ছে। এবিষয়ে জমি দখলকারী আমজাদ হোসেনের যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *