January 22, 2025, 11:17 pm
মো:মনসুর আলী,প্রতিনিধি:
মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে চোরের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি করার সময় ধরা খেয়ে গণপিটুনিতে চোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হরিপুর উপজেলার জাদুরাণী হাটে এ ঘটনা ঘটে।
বিষয়টি নাগরিক ভাবনা পত্রিকাকে নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে জাদুরাণী হাটে মোটরসাইকেল চুরি করার সময় ধরা পড়ে ওই চোর। তখন গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে। তবে নিহত চোরের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ওসি।