January 22, 2025, 5:27 am
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মৎস্য জীবিদের মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারী মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা) মোঃ জামাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, মাঠ সহায়ক মোঃ শফিকুল ইসলাম, অনিমেষ ঘরামি, শিল্পি মন্ডল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সকলকে আইন মানতে হবে। দেশটা আমাদের সকলের। সকলে মিলে মিশে কাজ করতে হবে। জেলে ভাইদের সর্বদা মৎস্য আইন মেনে চলতে হবে। অবৈধ ভাবে মাছ আহরন করা ও নিষিদ্ধ জাল ব্যববহার থেকে বিরত থাকতে হবে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে ২৫ জন মৎস্য জীবিকে মৎস্য বিষয়ক আইন বিষয় প্রশিক্ষন প্রদান করা হয়।