January 22, 2025, 4:55 am
কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামের জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিরাজ উদ্দিন খাঁন -৯৫ শনিবার ১৮ জানুয়ারি নিজ গ্রামের বাড়িতে বার্ধক্য জনিত রোগে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে —– রাজেউন।
তারি ধারাবাহিকতায় মরহুম সিরাজ উদ্দিন খাঁনের পুত্র জাতীয়তাবাদী দল বিএনপির নলচিড়া ইউনিয়ন যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জামাল হোসেন খাঁনের উদ্যোগে ২১ জানুয়ারি মঙ্গলবার বাদ জহুর পিতৃ বিয়োগের আত্মার চীর শান্তির কামনায় নিজ গ্রামের বাড়িতে ‘৩ হাজারের অধিক লোকের সমাগমের মধ্য দিয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক সৈয়দ গোলাম ছরোয়ার আলম বিপ্লব।গৌরনদী উপজেলা সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন,বরিশাল জেলা উত্তর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাইদুল ইসলাম খান সেন্টু, ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনিসুর রহমান হাওলাদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মাকসুদ মৃধা, জেলা ছাত্রদল নেতা মোঃ সুমন মৃধা বরিশাল জেলা ছাত্রদলের সহ- সভাপতি মোঃ মুহিদুল ইসলাম সুমন, সরিকল ইউনিয়ন যুবদল নেতা কাজী সুজন,ডাঃ কামাল হোসেন, সাংবাদিক কেএম সোহেব জুয়েল প্রমুখ।
এছারাও নলচিড়া ও সরিকল ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে সকল উপস্থিতির মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।