রংপুর ও গাইবান্ধা জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

প্রেস বিজ্ঞপ্তি।

২০ জানুয়ারী ২০২৫ খ্রি. তারিখে, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের আওতাধীন রংপুর ও গাইবান্ধা জেলার অবৈধ প্রতিষ্ঠানে সার্ভিল্যান অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম), প্রকৌঃ মোঃ তাওহিদ আল-আমিন।

যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরর জন্য আলামত জব্দ করা হয়েছে সে প্রতিষ্ঠানগুলো হলো:

১। মেসার্স বি ই বি ব্রিকস-১, রসুলপুর, ধাপেরহাট, পীরগঞ্জ, রংপুর।

২। মেসার্স বি ই বি ব্রিকস-২, চকশোলাগাড়ী, লালদিঘী, পীরগঞ্জ, রংপুর।

৩। মেসার্স বি আর বি ব্রিকস, একবার, ধাপেরহাট, সাদুল্লাপুর।

৪। মেসার্স এম এ বি ব্রিকস, একবার, ধাপেরহাট, সাদুল্লাপুর, গাইবান্ধা।

৫। রাবেয়া ব্রিকস, বোউলিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

৬।  ঐশি ব্রিকস, বোয়ালিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

৭। এম এ বি ব্রিকস, ফুলবাড়ি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

৮। মেসার্স এস আর ব্রিকস, চক মনোহরপুর, কাটামোড়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

৯। হাওয়া বিএইচবি ব্রিকস, কাটাবাড়ি, হিলালীপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

১০। প্রধান ব্রিকস, ফুলহার, বগুলাগাড়ী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

১১। আন নাজাহ ব্রিকস লি:, নাছিড়াবাদ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

১২। মেসার্স মমিন ব্রিকস, তারদহ, বকচর, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

১৩। মেসার্স স্টার ব্রিকস, মাস্তা, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

১৪। সরকার ব্রিকস ফিল্ড, মাস্তা, ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

১৫। মেসার্স উতস ব্রিকস, মাস্তা, ফাসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

১৬। মেসার্স এ আর বি ব্রিকস, জগন্নাথপুর, চাঁদপাড়া হাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

১৭। মেসার্স কর্ণফুলী ব্রিকস, ফাসিতলা, কামারদহ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

১৮। মেসার্স স্টার ব্রিকস-২, মাস্তা, ফাসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

১৯। মেসার্স এস আর সি ব্রিকস, ফাঁসিতলা, দাড়িদহ রোড, বকুলতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

২০। এ বি ব্রিকস-২, মাগুড়া, গোবিন্দগঞ্জ গাইবান্ধা।

২১। এ বি ব্রিকস, সাহাপাড়া, কোচাশহর, গোবিন্দগঞ্জ গাইবান্ধা।

২২। মেসার্স কাজী ব্রিকস, মালঞ্চা, শিবপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

২৩। রিপন রিতা ব্রিকস, মালঞ্চা, গাবের গাছ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

২৪। এ এম বি ব্রিকস, মালঞ্চা, হাজীপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

২৫। মেসার্স একতা ব্রিকস, শ্রীমুখ, বারটিকরী, চৌতাবাড়ী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। 

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *