January 21, 2025, 6:06 am
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় ভোরের দর্পণ পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন রাজা, প্রমথ রঞ্জন সানা, আব্দুর রাজ্জাক বুলি, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহরিয়ার কবির ও শাহ জমান বাদশা।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।