মাধবপুরে আওয়ামী লীগ নেতা মিজান গ্রেফতার

শেখ ইমন আহমেদ মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র।আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
শুক্রবার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে ১২ টার দিকে মাধবপুর থানার পুলিশ শাহানুরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মীরনগর গ্রামে থেকে গ্রেফতার করেন। জানাযায়, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছিল। ৪ আগস্ট তাঁর নেতৃত্বে মাধবপুরে ছাত্র জনতার উপর হামলার ও সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুর চালানো হয়েছে বলে অভিযোগ আছে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ৪ঠা আগষ্ট মাধবপুরে ছাত্র জনতার উপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সে এজাহার ভুক্ত আসামি।তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররন করা হবে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *