August 8, 2025, 9:19 pm
মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন, এওয়ার্ড ও বৃত্তি প্রদান এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা মধ্য দিয়ে তারুণ্যের উৎসব পালিত হয়েছে।
তারই অংশ হিসাবে শুক্রবার (১৭ জানুয়ারী) জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠ অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ খেলায়
ময়মনসিংহ সদর উপজেলা বনাম ভালুকা উপজেলা দলের মধ্যে অনুষ্ঠিত এ খেলায় ভালুকা উপজেলা দল ৬ উইকেটে সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মফিদুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (অতিরিক্ত দায়িত্ব) আজিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ কাজী সুপার আখতার উল আলম।
এর আগে গত ১২ জানুয়ারি রবিবার ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে উদ্বোধনী ম্যাচে উপজেলা প্রশাসন গফরগাঁও টিমকে ৮ উইকেটে পরাজিত করে উপজেলা প্রশাসন ফুলপুর টিম বিজয়ী হওয়ার পর ১৪ জানুয়ারী দুপুর ১টায় গৌরীপুর উপজেলা টিমের সাথে উপজেলা প্রশাসন ফুলপুর টিমের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অন্যান্যদের মাঝে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
উম্মে হাবীবা মীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) লুৎফুন নাহার,সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।