August 8, 2025, 9:19 pm
পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়নে এ জে ফাউন্ডেশনের উদ্যােগে ১৭ ই জানুয়ারি( শুক্রবার) বিকালে ভূপাল দের সভাপতিত্বে
হাইদগাও কবিরাজ শ্যামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এজে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মাইমুনুল ইসলাম মামুন।
এসময় উপস্থিত ছিলেন আরিফ মিয়া,জসীম উদ্দীন,মুক্তার হোসেন,জাহাঙ্গীর আলম,শফিউল বশর,সেলিম মেম্বার, বজল আহমদ,
হোসেন মেম্বার,মঞ্জু, ভানু,নয়ন চৌধুরী, ও ফাউন্ডেশনের কনিষ্ঠ পরিচালক সাদমান ইবনে মামুন সহ অন্যারা। এসময় বক্তারা বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
ছবির ক্যাপশন- এ জে ফাউন্ডেশনের উদ্যােগে কম্বল বিতরণ করছেন অতিথিরা।