সুজানগরে তারুণ্যের মেলা

এম এ আলিম রিপন ঃ এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই শ্লোগানে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সুজানগরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী তারুণ্যের মেলা। মেলায় তরুণদের অংশগ্রহণে উঠে এসেছে নাগরিক ইস্যু নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সমাধান নিয়ে নানা প্রস্তাব। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার এই মেলার আয়োজন করে। এদিন সকালে মেলার উদ্বোধন করেন ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় এসিল্যান্ড মেহেদী হাসান,থানার ওসি গোলাম মোস্তফা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, একাডেমিক সুপারভাইজার মনেয়ার হোসেন,অধ্যক্ষ নাদের হোসেন, ছাত্র প্রতিনিধি দীপ মাহবুব,শেখ রাফি, মানিকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালার  মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু করা হয়।পরে ফ্রন্টিয়ার টেকনোলজি ও বেস্ট্র ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শীর্ষক কর্মশালা, যুব সমাবেশ,উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের শতাধিক তরুণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এ মেলায় অংশগ্রহণ করে। মেলায় তরুণরা কর্মসংস্থান, নিরাপত্তা,স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তাদের চাওয়া আরও বেশি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা, সরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে সেবার মান বাড়ানো এবং পৌর শহরের যানজট ও রাস্তাঘাটে চলাচলে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *