January 15, 2025, 7:49 pm
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির ২০২৫ সালের বাজেট অনুষ্ঠান বুধবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির সভাপতি জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম আককাছ আলির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ মুহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আলহাজ্ব জিএ সবুর, কিশোরী মোহন মন্ডল, পঙ্কজ কুমার ধর, শফিকুল ইসলাম কচি, অজিত কুমার মন্ডল, সুকান্ত কুমার সরকার, চিত্ত রঞ্জন সরকার, আব্দুল মজিদ, প্রশান্ত কুমার রায়, পীযুষ কান্তি সরকার, প্রশান্ত কুমার মন্ডল, অজিত কুমার সরকার, মোহতাছিম বিল্লাহ, সাইদুর রহমান মিঠু, অনাদি কৃষ্ণ মন্ডল, এফএমএ রাজ্জাক, শিবু প্রসাদ সরকার, আবুল কালাম আজাদ, সাইফুদ্দিন সুমন, কাজী সাইফুল ইসলাম, আবু হানিফ সোহেল, জিএম ইব্রাহিম হোসেন ও রাশনা শারমিন আঁখি। অনুষ্ঠানে আইনজীবী সমিতির ২০২৫ সালের ৫৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা