January 15, 2025, 7:47 pm
ঝালকাঠি প্রতিনিধি : মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ উদ্বোধন করা হয়েছে।
১৫ জানুয়ারি বুধবার সকাল দশটায় উপজেলার চায়না মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুস সালাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো ওবায়দুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন,পৌর নির্বাহী ইঞ্জিনিয়ার আবুল হোসেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজীম,সেকেন্ডারি একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন সহ অন্যান্য সরকারি কর্মকর্তা,শিক্ষক,ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।নক আউট পদ্ধতির খেলায় এখান থেকে বিজয়ী টিমকে বাছাই করে জেলা ও জেলা থেকে জাতীয় পর্যায়ে খেলার জন্য পাঠানো হবে বলে জানা গেছে।
এদিন সকাল ১০ টায় জাতীয় সংগীত,জাতীয় পতাকা উত্তোলন,বেলুন উড়িয়ে উদ্বোধনের পরে ডিস্প্লে প্রদশর্ন করে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম,অনুষ্ঠান সঞ্চালনা করেন মো:আমির হোসেন।