January 15, 2025, 7:52 am
এম এ আলিম রিপন ঃ সুজানগর উপজেলা দোকান কর্মচারী, রিকশা ভ্যান,তঁাত শ্রমিক এবং নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সুজানগর পৌর শহরের এসলাহুল মোসলেমীন পাবলিক লাইব্রেরীর হলরুমে উপজেলার অসহায় শীতার্ত শ্রমজীবিদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার সভাপতি মো. রোস্তম আলী মোল্লার সভাপতিত্বে ও সুজানগর উপজেলা তঁাত শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিউল্লাহ বিশ্বাসের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার উপদেষ্টা ফারক-ই আযম, পৌর শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মু.ইসমাইল হোসেন খঁান ও পৌর শাখার সভাপতি তারিকুল ইসলাম। নেতৃবৃন্দ বলেন, সুজানগরে শীত বাড়ায় দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র অসহায় মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষদের দুর্দশা বহুলাংশে বেড়েছে। তারা হাড়ভাঙ্গা পরিশ্রম করেও পরিবারের মুখে ঠিকমতো আহার তুলে দিতে পারছেনা। শীত নিবারণ করবে কীভাবে। তাই আমাদেরকে সমাজের অসহায় হতদরিদ্র শ্রমিক জনগোষ্ঠীর পাশে দঁাড়াতে হবে। এই শীতে তাদের শীত নিবারণে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।