January 14, 2025, 10:26 pm
আলিফ হোসেন।।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
হিমাগারে (কোল্ডস্টোর) প্রতি কেজি আলু রাখার ভাড়া বৃদ্ধি করে ৮ টাকা করার প্রতিবাদে রাজশাহীর তানোর উপজেলায় প্রতিবাদ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীগণ। গত ১২ জানুয়ারী রোববার তানোর পৌর শহরের গোল্লাপাড়া ফুটবল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে তানোর, মোহনপুর ও পবা উপজেলার আলু চাষি এবং ব্যবসায়ীগণ অংশ নেন। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। সভাপতিত্ব করেন, আলু ব্যবসায়ী ও পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা।সাংবাদিক এম রায়হান আলীর সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম, চাষি ও ব্যবসায়ী ইমরান আলী, তোফাজ্জল হোসেন তোফা, আলতাফ হোসেন, তানোর আলু চাষি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ। সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বলেন, কোনো আলোচনা ছাড়াই হিমাগারের ভাড়া দ্বিগুণ করার কোনো যৌক্তিকতা নেই। আলোচনার মাধ্যমে মালিকপক্ষকে সমস্যার সমাধান করতে হবে। অন্যথায় আন্দোলন করে দাবি আদায় করা হবে। জেলার হিমাগার গুলোয় প্রতি কেজি আলু রাখার ভাড়া ৮ টাকা করার প্রতিবাদে গত ২৬ ডিসেম্বর তানোরের গোল্লাপাড়া মাঠে প্রতিবাদ সমাবেশ শেষে স্মারকলিপি দেওয়া হয়। ১০ জানুয়ারি পর্যন্ত সমস্যা সমাধানে হিমাগার মালিকপক্ষকে সময় দিয়েছিলেন চাষি ও ব্যবসায়ীরা। তবে সমস্যার সমাধান হয়নি। ভাড়া বৃদ্ধির বিষয়ে কথা বলতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের জেলা শাখার একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তারা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।#