August 9, 2025, 9:28 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বগুড়ায় বেডো’র বা-জেট ও পরিক-ল্পনা বিষয়ক কর্মী সম্মেলন: উন্নয়-নের নতুন দি-গন্তের সূচনা তুহিনের হ-ত্যাকারীদের ফাঁ-সির দাবিতে প্র-তিবাদ স-মাবেশ দালালের মাধ্যমে ভারতে অনুপ্র-বেশের চেষ্টা, তেঁতুলিয়ায় ১১ নারী আ-টক প্রবাসী কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থার অফিস উদ্ধোধন   সেনবাগে সড়ক দু-র্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা শরিয়ত উল্ল্যাহ মিয়ার ই-ন্তেকাল গোপালগঞ্জ জামায়াতের জুলাই গ-ণঅভ্যুত্থান পর-বর্তী সময়ে আমাদের করণীয় আলোচনা সভা চট্টগ্রামে বাগেরহাটবাসীর সর-ব প্র-তিবাদ: ৪ আসনের দা-বিতে মানববন্ধন খেলাধূলাকে উৎসাহ দিয়ে সুস্থ, সবল দেশ গঠনের মাধ্যমে অ-ভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে – বক্তারা নড়াইলে পুকুর থেকে ভা-সমান অ-বস্থায় ম-রদেহ উ-দ্ধার করেছে পুলিশ পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন ২০২৬ সালের জুনে
নাগেশ্বরীতে রাস্তাকে কেন্দ্র করে গাছ কেটে জমি দখল করে রাস্তা নির্মাণ

নাগেশ্বরীতে রাস্তাকে কেন্দ্র করে গাছ কেটে জমি দখল করে রাস্তা নির্মাণ

এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরী পৌরসভার ৯নং ওয়ার্ড ডায়নারপাড় ত্রিমোহনী এলাকায় রাস্তাকে কেন্দ্র করে গ্রামের নেতার নির্দেশে বেলাল হোসেনের গাছ কেটে জমি দখল করে রাস্তা নির্মাণ এবং বিল্ডিং ঘরের কিছু অংশ ভাংচুরসহ বসতবাড়ীতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানাগেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ও পৌরসভার ৯নং ওয়ার্ড ডায়নারপাড় ত্রিমোহনী এলাকায় দীর্ঘ ৭বছর থেকে ৪১গজ রাস্তাকে কেন্দ্র করে বেলাল হোসেন গং এবং পেশেন আলী গংদের বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে বিগত সময় সাবেক মেয়র আব্দুর রহমান মিয়া ও মোহাম্মদ হোসেন ফাকুসহ স্থানীয়রা কয়েক দফায় শালিসি বৈঠকে সমাধান করে। কিন্তু পেশেন আলী গংরা স্থানীয় শালিস অমান্য করে ক্ষমতার দাপটে রাস্তার জায়গা দখল করে আসছেন।

সম্প্রতি, পেশেন আলীর ছোট ভাই আজিজুল হক ঢাকায় থাকার সুবাধে সড়যন্ত্রমূলক (১১জানুয়ারি) শনিবার ঢাকা শিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট পরিচয়ে রায়হান পারভেজ ও আরিফুর রহমান এবং স্থানীয় জাহিদুল হক, আলম মাস্টার ও নুরুজ্জামালের উপস্থিতে পেশেন আলী গংরা বাদী পক্ষ বেলাল হোসেনকে না জানিয়ে প্রভাব খাটিয়ে উক্ত ময়নামতি ল্যান্ড সার্ভেসারের মাধ্যমে বিধি-বহির্ভুতভাবে ডিজিটাল মেশিন সাইনবোর্ড এলাকার মানুষকে দেখিয়ে ভুলভাল-ভাবে জমি মাপজোগ করে পেশেন আলীর পক্ষে সম্মতি দেয়। সেদিনই বিকাল ৫টায় স্থানীয় জাহিদুল হক, আলম মাস্টার ও নুরুজ্জামালের নির্দেশে পেশেন আলী, আজিজুল হক, শাহাজাহান আলী ও আব্দুর রউফ, শেফালী বেগম, মরিয়ম বেগম সংঘবদ্ধ চক্ররা অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বেলাল হোসেনের বাঁশের বেড়া গুড়িয়ে দিয়ে সুপারি, আম, কাঠাল গাছ কেটে জমি দখল করে রাস্তা নির্মাণ করে এবং বিল্ডিং ঘরের কিছু অংশ ভাংচুরসহ বসতবাড়ীতে হামলা চালায়।

স্থানীয়রা আব্দুল ওয়াদুদ, নজরুল ইসলাম, আলতাফ হোসেনসহ আরও অনেকে বলেন, বেলাল হোসেনদের না জানিয়ে স্থানীয় জাহিদুল হক, আলম মাস্টার ও নুরুজ্জামালের উপস্থিতে পেশেন আলী গংরা ময়নামতি ল্যান্ড সার্ভেসারের মাধ্যমে ভুলভাল-ভাবে জমি মাপজোগ করে পেশেন আলীর পক্ষে কথা বলেন। সেদিনই বিকাল ৫টায় পেশেন আলী, আজিজুল হক, শাহাজাহান আলী ও আব্দুর রউফ, শেফালী বেগম, মরিয়ম বেগম সংঘবদ্ধ চক্ররা অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বেলাল হোসেনের বাঁশের বেড়া গুড়িয়ে দিয়ে সুপারির, আম, কাঠাল গাছ কেটে জমি দখল করে রাস্তা নির্মাণ করেন এবং বিল্ডিং ঘরের কিছু অংশ ভাংচুরসহ প্রাণনাশের হুমকি প্রদান করেছেন।

হামলাকারী আজিজুল হক বলেন, ৭বছর থেকে রাস্তা নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে। ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের সার্ভেসার রায়হান পারভেজ ও আরিফুর রহমানের মাধ্যমে আমরা রাস্তা মাপজোগ করে রাস্তা সংলগ্ন বেলাল হোসেনের বাঁশের বেড়া ভেঙে দিয়ে স্থানীয়দের উপস্থিতে রাস্তা বের করেছি।

ক্ষতিগ্রস্থ পরিবারের বেলাল হোসেন বলেন, আমাদের না বলে বিরোধী পক্ষ জোরপূর্বক ঢাকা থেকে সার্ভেসার এনে স্থানীয়দের সহযোগিতায় সড়যন্ত্রমূলক ভুলভাল মাপজোগ করে আমার বসতবাড়ীর পশ্চিম বিল্ডিং ঘর সংলগ্ন পেশেন আলী সংঘবদ্ধ চক্ররা অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে আমার বাঁশের বেড়া গুড়িয়ে দিয়ে সুপারি, আম, কাঠাল গাছ কেটে জমি দখল করে রাস্তা নির্মাণ করেন এবং বিল্ডিং ঘরের কিছু অংশ ভাংচুরসহ বসতবাড়ীতে হামলা চালায়। প্রশাসনের কাছে আমি সুষ্ঠ বিচার দাবি করছি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ বেজাউল করিম রেজা বলেন, ঘটনা জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, বেলাল হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD