August 9, 2025, 9:30 am
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে
৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ১০ টায় জেলার কোতোয়ালি মডেল থানা এলাকা ও ফুলবাড়িয়া উপজেলায় পৃথক -পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ফুলবাড়িয়া উপজেলার বেতবাড়ী এলাকার মফিজ উদ্দিনের পুত্র মোরশেদ আলী (৩৭),আছিম উত্তর টানপাড়া এলাকার মোহাম্মদ আলীর পুত্র
মোঃ আঃ জলিল (৫৫), ময়মনসিংহ সদরের রঘুরামপুর টানাপাড়া এলাকার আঃ রহমানের পুত্র মোঃ ফারুক হোসেন (২৯), রঘুরামপুর কুমারিকান্দার করম আলীর পুত্র মোঃ শামছুল হুদা (৫০)।এসময় তাদের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান- জেলা সুপারের নির্দেশনা মোতাবেক মাদকমুক্ত ময়মনসিংহ উপহার দিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসাবে ১১জানুয়ারী রাতে গোয়েন্দা পুলিশের এসআই
এসআই মোঃ মুকিত হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন বেতবাড়ী সাকিনস্থ মোরশেদ আলী (৩৭) এর বসত ঘরের সামনে উঠানে অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ
বেতবাড়ী এলাকার মফিজ উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী মোরশেদ আলী (৩৭),আছিম উত্তর টানপাড়া এলাকার মোহাম্মদ আলীর পুত্র মোঃ আঃ জলিল (৫৫)কে গ্রেফতার করা হয়েছে। অপর দিকে
জেলা গোয়েন্দা শাখার এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর সাকিনস্থ ময়মনসিংহ টু নেত্রকোণা মহাসড়কের পূর্ব পাশে অনিক কম্পিউটার নেটওয়ার্কিং অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রঘুরামপুর টানাপাড়া এলাকার আঃ রহমানের পুত্র মোঃ ফারুক হোসেন (২৯), রঘুরামপুর কুমারিকান্দার করম আলীর পুত্র মোঃ শামছুল হুদা (৫০)কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়- উদ্ধারকৃত ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া ও কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
গোয়েন্দা ওসি জানান-গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।