গোড়লে ১০০বোতল ফেনসেডিল’সহ সাইফুল ইসলাম, গ্রেফতার

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ১০০বোতল ফেনসেডিল’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। 

গত ১২জানুয়ারী ২০২৫ইং জেলা পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম, এর দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলাম,ও সঙ্গীয় ফোর্স সহ গোড়ল  ইউপির গোড়ল পাইকারী মৌজার রহমানপুর জামে মসজিদ এর পুর্ব পাশে থাকা পাকা রাস্তায় বিশেষ অভিযান চালিয়ে ৪ টি প্লাস্টিকের লাল রঙের জালী বস্তার পোটলার ভিতর হইতে ১০০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ ১জন মাদক কারবারি গ্রেফতার করেন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ। 

  গ্রেফতারকৃত আসামী হলেন  সাইফুল ইসলাম (২০),লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার চলবলা নিথক ( হলমোড়), গ্রামের  নজরুল ইসলাম, এর ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক,জানান গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল ইউনিয়নের পাইকারী মৌজার রহমানপুর জামে মসজিদ এর পুর্ব পাশে থাকা পাকা রাস্তায় বিশেষ অভিযান চালিয়ে ১০০বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ ১জন মাদক কারবারি গ্রেফতার করেন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ। 

হাসমত উল্লাহ ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *