মালিকানা নয়, সরকারি জমি দিয়ে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

আল আমিন মোল্লা
জীবননগর ব্যুরো প্রধান।

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর রাস্তার পাশে বসবাস ১৫টি পরিবারের। কারও ভিটা জমি ৫ শতক, কারও ৬ কিনবা ৯ শতক। ২৫-৩০ বছর আগে সরকারি রাস্তার জমি একটু নীচু থাকায় মালিকানা জমি দিয়ে নির্মাণ করা হয় রাস্তা। সেই রাস্তা নতুন করে নির্মাণের বরাদ্দ আসায় জমির মালিকেরা সঠিক জায়গায় রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে সঠিক জায়গায় রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেন। এসব কথা জানান ভুক্তভোগী পরিবারগুলো।
মানববন্ধন এ বক্তব্য দেন ভুক্তভোগী পরিবারের মোঃ আবু হানিফ, মিলন, মো. আলী হোসেন, মো. শাহাজান আলী, মো. বাবুল হোসেন, মো. তোফাজ্জল, খালেক ব্যাপারী, আলী হোসেন, রোকন প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের মালিকানা জায়গায় রাস্তা নির্মাণ হওয়ায় সরকারি রাস্তার জমিতে আওয়ামী লীগের নেতাদের প্রভাবে টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণ করে দখল নেন আক্কাস আলী, নিয়াকত আলী, মোমিন, জুয়েল, আরশাফুল, আব্দুল জলিল, রফিজ উদ্দিন, শহিদুল এবং মহিদুল। এতদিন প্রতিবাদ করলে আমাদের বিএনপি-জামায়াত বলে ট্যাগ দেওয়া হতো৷ এখন ইউনিয়ন বিএনপির এক নেতা আমাদের আওয়ামী লীগ বলে ট্যাগ দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে চাইলে তারা দোকান এবং বাড়ি থেকে দ্রুত সরে যান।
জীবননগর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, সেখানে রাস্তা নিয়ে ঝামেলা আছে। এ কারণে সেখানকার রাস্তা নির্মাণকাজ বন্ধ রয়েছে। আমরা কাউকে উচ্ছেদ করতে পারব না। বিষয়টি সমাধান না হলে কাজ বন্ধ থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *