August 18, 2025, 11:31 am
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে
বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নানের নেতৃত্বে লিফলেট বিতরন, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারী শুক্রবার বিকেলে সহস্রাধিক দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ছিলোনীয়া বাজারে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসময় ছিলোয়ানিয়া বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ শেষে বাজারের দক্ষিণ প্রান্ত থেকে প্রধান অতিথি, বিএনপি নেতা আবদুল মান্নানের উপস্থিতিতে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ মাঠে এসে ইউনিয়ন বিএনপি নেতা ভাসানীর সভাপতিত্বে পথ সভা অনুষ্ঠিত হয়।এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন বাবলু, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল্যাহ মাসুদ।এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপু, সেনবাগ সরকারী কলেজের ছাত্রদলের সাবেক নেতা মনির আহাম্মেদ জুলেট,কাদরা ইউনিয়নের নজুরপুর ওয়ার্ড মেম্বার মামুন,বিএনপি নেতা ভাসানী, হারুন, যুবদল নেতা মোহাম্মদ উল্যা জহির,আব্দুস ছাত্তার,আবু সাকের সুমন।আনোয়ার হোসেন সবুজ,মোহাম্মদ কাউসার,মিজানুর রহমান সুমন,মোহাম্মদ জসিম,মোহাম্মদ জীবন, মোহাম্মদ রিপন সহ নোয়াখালীর বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।