January 10, 2025, 9:34 am
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে প্রথমবারের মতো সরকারিভাবে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৯ জানুয়ারী) মোট তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পায়। তিনটি গ্রুপের মধ্যে ক গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনুর্ধ্ব ১৮ বছর, ছাত্র), খ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৫ বছর, ছাত্র), গ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনুর্ধ্ব ১২ বছর, ছাত্র) বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীর হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদপত্র তুলে দেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় ইসলামিক ফাউন্ডেশন সুজানগরের ফিল্ড সুপারভাইজার জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম,উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ ও হাফেজ মাওলানা মো.ফজলুর রহমান।
এম এ আলিম রিপন
সুজানগর পাবনা প্রতিনিধি।।