January 10, 2025, 7:59 am
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুর এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় শহরের প্রেসক্লাব কার্যালয় এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন উক্ত প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ওবাইদুল হক। সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, জাকির হোসেন, কাজী আবুল বাশার, এস আর সোহেল, মিজানুর রহমান, আ: রহিম, সেলিম রেজা, রবিউল ইসলাম, সাইদুর রহমান সাঈদ, আর এম রনি,শাকিল হোসেন, এম আর রাসেল প্রমুখ।
সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন,সভায় অনুপস্থিত সদস্যদের কারণ দর্শানোর নোটিশ প্রদান, গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন, বার্ষিক বনভোজন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।