January 9, 2025, 8:09 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে যুব ও পেশাজীবি সেট আপ কমেটি গঠন সুজানগরে শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার টানিয়ে বই বিতরণ, প্রধান শিক্ষকসহ তিন সহকারী শিক্ষককে শোকজ সুজানগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত কেশবপুর পৌর সভার ৩নং ওয়ার্ড বিএনপির পরিচিতি ও কর্মী সভা  বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন প্রেসক্লাব মহেশপুরে মাসিক সভা অনুষ্ঠিত মহেশপুরে কাভারভ্যান ও মোটর সাইকেল সংঘ-র্ষে নিহ-ত ১ আহত ১ পাইকগাছায় তারুণ্যের উৎসবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পাইকগাছায় কনকনে শীতের মধ্যে বোরা ধান চাষে ব্যস্ত চাষিরা উপদেষ্টাকে দেখাতে প্রধান ফটকে রং, মেরামত বিহীন বাগান ও লাইটগুলো
ময়মনসিংহের সংবাদপত্র ও সাংবাদিকতায় জীবন্ত কিংবদন্তী শামসুল আলম খান

ময়মনসিংহের সংবাদপত্র ও সাংবাদিকতায় জীবন্ত কিংবদন্তী শামসুল আলম খান

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সকল স্তরের মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আলহাজ্ব শামসুল আলম খান। তিনি ময়মনসিংহের সাংবাদিকদের আস্থার প্রতীক। ময়মনসিংহের সংবাদপত্র ও সাংবাদিকতায় জীবন্ত কিংবদন্তী। এ অঞ্চলের সাংবাদিকতার পথিকৃৎ। নতুন প্রজন্মের সাংবাদিকদের গর্ব ও অহংকারের অগ্রজ সহকর্মী। তিনি দক্ষ পেশাজীবী হিসেবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ। বাংলাদেশের পঞ্চাশ বছরের নানা ঘটনার প্রত্যক্ষদর্শী। ১৯৭৮সাল থেকে শুরুর করে আজ অবধি তিনি সংবাদপত্র জগতে পদচারণা করে চলেছেন। দেশেরশীর্ষ জাতীয় সংবাদপত্র দৈনিক ইনকিলাব পত্রিকায় ১৯৮৬ সাল থেকে একটানা চল্লিশ বছর ময়মনসিংহের ব্যুরোচীফহিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা হিসাবে দায়িত্ব পালন করছেন। তার সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত অনলাইন দৈনিক দৈনিক কালের আলো পত্রিকার সম্পাদক ও দৈনিক সন্ধানি বার্তার সম্পাদক মন্ডলীরসভাপতি ও প্রধান সম্পাদক, দৈনিক জনতার কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসাবে প্রকাশ করছেন তিনটি জাতীয় দৈনিক পত্রিকা।এ গর্ব ময়মনসিংহবাসীর। ময়মনসিংহের সাংবাদিকতায় এক অনন্য ইতিহাস। দীর্ঘ ৪৭বছর সংবাদকর্মী হিসেবে সেবা দেওয়ার ক্ষেত্রে উদাহরণ একমাত্র তিনি। দীর্ঘ সময়ে ময়মনসিংহের মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিল্প-কলকারখানা স্থাপন, ময়মনসিংহে শহর রক্ষা প্রকল্প, নগর আধুনিকায়ন, সর্বোপরি ময়মনসিংহকে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি ধীমান সাংবাদিকের ভূমিকা পালন করেছেন। তাঁর নানামূখী প্রতিভা দৃশ্যমান। তিনি অধিকার বঞ্চিত সাংবাদিকের অধিকার আদায়ে প্রতিনিধি হিসেবে ভূমিকা রেখেছেন।

শুরুর পর্বে স্বাভাবিকভাবে তিনি ছিলেন খন্ডকালীন সংবাদদাতা। পেশাজীবী নন। তবে ওটাই তাঁর সাংবাদিকতার শুরু। পাশাপাশি ময়মনসিংহের উন্নয়ন ও গণমানুষের অধিকার আদায় আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি তার সম্পাদনায় ময়মনসিংহ থেকে আজকের ময়মনসিংহ নামে পত্রিকা প্রকাশ করেন। শামসুল আলম খান সম্পাদিত আজকের ময়মনসিংহ নামের পত্রিকাসহ আরো দুটি জাতীয় দৈনিক এখনো নিয়মিত প্রকাশিত হয়।

সহকর্মীরা জানায়,ময়মনসিংহ জেলা বাসীর কাছে আলহাজ্ব শামসুল আলম খান একজন সাদা মাঠা হাসি খুশী প্রিয় মানুষ ও সাংবাদিকতার জগতের কিংবদন্তী কলম সৈনিক। তিনি ময়মনসিংহ বাসীর প্রাণের স্পন্দন সাংবাদিকদের আশ্রম নামে খ্যাতি অর্জন করেছেন। সাংবাদিকতা জগতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কিংবদন্তি কলম সৈনিক হিসাবেও পরিচিত । অতি সহজে সাধারন মানুষের হৃদয়ে স্থান করে নেন তিনি। বহুগুণের অধিকারী সাংবাদিক শামসুল আলম খান একজন স্বজ্জন ব্যক্তি। ময়মনসিংহের সাংবাদিক জগতে তিনি একজন অভিভাবক। তিনি ময়মনসিংহের সাংবাদিক জগতকে এক ও অভিন্ন রাখার চেষ্টা করে যাচ্ছেন।

এছাড়াও সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম খান ২০০৮সাল থেকে ২০১৫ পর্যন্ত মহাসচিব
বাংলাদেশ কাউন্সিল অফ এডিটর হিসাবে দায়িত্ব পালন করছি /এছাড়া ২০০৮ থেকে এ পর্যন্ত বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আলহাজ্ব শামসুল আলম খান ময়মনসিংহের সর্বাধিকদের অর্থাৎ সিনিয়র সাংবাদিকদের একমাত্র সংগঠন ময়মনসিংহ রিপোর্ট রিপোর্টার্স ইউনিটি সভাপতি, ময়মনসিংহ সাংবাদিক কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি পিআইডি ট্রেনিং সরকারের বিভিন্ন শতাধিক ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন।অপরদিকে জাতীয় পর্যায়ে শেরেবাংলাপদ,মহাত্মা গান্ধী পদক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পদক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পদক সহ ৫০টির অধিক জাতীয় পর্যায়ে সম্মানীয় পদকে ভূষিত হয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD