August 18, 2025, 4:12 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
ফুলবাড়ীয়ায় ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক আটক

ফুলবাড়ীয়ায় ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক আটক

মো.সেলিম মিয়া।।
ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম আকন্দ (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার পুটিজানা ইউনিয়নের কমলাপুর সেনবাড়ি এলাকার মকরম আলী আকন্দের ছেলে।

অভিযোগ সুত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক তার নিজ বাড়ির পাশে ‘আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা’ নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে তা পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুবাদে ওই ছাত্রীকে তিনি একাধিকবার ধর্ষণ করেন। এ অবস্থায় ৪ মাস আগে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। গত ২ জানুয়ারি রাতে মেয়েটি কন্যাসন্তান প্রসব করে। বিষয়টি রহস্যজনক হওয়ায় তার স্বামী তাকে তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেন। আর এতেই বেরিয়ে আসে থলের বিড়াল। মেয়েটি তার পরিবারকে জানায়, শিক্ষক নজরুল ইসলাম তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সবশেষ গত বছরের ২৭ ফেব্রুয়ারি সকালে আরবি পড়ার
জন্য মাদ্রাসায় গেলে তিনি তাকে আবার ধর্ষণ করেন। আর এতেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ‘মাদ্রাসা শিক্ষক ওই মেয়েকে ব্ল‍্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ওই মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত শিক্ষককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD