August 18, 2025, 3:59 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
৪৮ কিলোমিটার সড়কই বে-হাল দশা নির্মাণ প্রকল্পে ধী-রগতি সুজানগর বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ব-হিষ্কারাদেশ প্র-ত্যাহারের দাবিতে বিশাল গ-ণমিছিল বানারীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উৎযা-পন তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আ-লোচনা সভা চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ-যাপন পঞ্চগড়ে সেনা অভি-যানে ১২ জু-য়াড়ি আ-টক ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজের ৩১ বছর পূর্তি উ-দযাপিত হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের বর্ষপূর্তি : গুণীজন সংবর্ধনা স-ম্পন্ন বরগুনার তালতলীতে ৪ ইউনিয়নে শ্রমি-ক দলের কমিটি গঠন ‌কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শু-রু
ময়মনসিংহে ১৩ ইটভাটাকে ৭৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহে ১৩ ইটভাটাকে ৭৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মোঃ আরিফ রববানী ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে
১৩ ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬জানুয়ারী) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এর উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর উপজেলার মধ্যবাড়েরার পাড় ও উজান বাড়েরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গন্দ্রপা বাইপাস,আকুয়া মোড়ল পাড়াসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৫(১) ও ১৮(২) ধারা লংঘন করায় একটি ইটভাটাকে সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে। ৪ টি ইটভাটাকে আংশিক ভাঙ্গা হয়েছে এবং আরও ৮ টি ইটভাটাসহ মোট ১৩ টি ইটভাটাকে ৭৮ লক্ষ,মেসার্স এইচ এম বি ব্রিকস ভাটাটি সম্পূর্ণ ভেঙ্গে দেয়া হয় এবং ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে আংশিক ভেঙ্গে দেওয়া ও জরিমানা আদায় করে বন্ধের নির্দেশ দেওয়া চারটি ইট ভাটা হল, ময়মনসিংহ সিটি কর্পোরেশন আকুয়া মোড়ল পাড়া এলাকার মেসার্স জামান ব্রিকস, মধ্যবাড়েরা পাড় মেসার্স রতন ব্রিকস -১, কান্দাপাড়া রতন ব্রিকস -২ এবং বাড়েরা পাড় মেসার্স সুরুজ ব্রিকস।

সেই সাথে জরিমানা আদায় করে বন্ধের নির্দেশ দেওয়া আটটি ইটভাটা হলো, মধ্যবাড়েরা মেসার্স শাপলা ব্রিকস, মেসার্স জনতা ব্রিকস, উজাড় ঘাগড়া মেসার্স মামুন সুপার ব্রিকস, বাড়েরা পাড় মেসার্স সাইফুল ব্রিকস, মেসার্স এশিয়া ব্রিকস, উজান বাড়েরা পাড় মেসার্স সেবা এ বারি ব্রিকস,বাড়েরা পাড় মেসার্স সুমন ব্রিকস, দাপুনিয়ায় মেসার্স রতন ব্রিকস -৩।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম ও মো: রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD