চারঘাট উন্নয়ন ফোরাম শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উন্নয়ন ফোরামের উদ্দ্যেগে বুধবার (৭ জানুয়ারী) বিকাল ৪ টায় উপজেলার বামনদিঘী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বামনদিঘী গ্রামের ৪৬ টি অসহায় পরিবারের মাঝে কম্বল দেয়া হয়।

অতিরিক্ত শীতে গ্রামের দরিদ্র মানুষেরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। চারঘাট উন্নয়ন ফোরাম বিষয়টি অবগত হওয়ার পর গত ২৯শে ডিসেম্বর হতে চারঘাট উপজেলার প্রায় ৬০০ পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উন্নয়ন ফোরামের উপদেষ্টা, চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সুফেল রানা।

চারঘাট উন্নয়ন ফোরামের উপদেষ্টা হিসেবে আরো উপস্থিত ছিলেন, জনাব আব্দুল্লাহ আল মামুন, দুরুল হুদা, শামসুজ্জামান লাল, শরিফুল ইসলাম, সেলিম রেজা সহ স্থানীয় চারঘাট উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দ।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *