January 8, 2025, 8:15 pm
আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,এই প্রতিপাদ্যকে সামনে রেখে “প্যারেন্টস ফাউন্ডেশন” এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সোমবার বিকেলে মেরীরহাট সংলগ্ন দিগদাড়ী গ্রামের বাসিন্দা মো. আজিজ শেখ এর বাড়ি থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা।
এ শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সাবেক অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
শীতবস্ত্র বিতরণের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন,প্যারেন্টস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন সাঈদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অবসর প্রাপ্ত শিক্ষক শফিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,পীরগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক নিউ আদর্শ জেনারেল হসপিটাল ধাপ রংপুরের নির্বাহী পরিচালক মো. আব্দুল মান্নান তালিব,পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম,ব্যবসায়ী মো. শফিউল ইসলাম, প্যারেন্টস ফাউন্ডেশন এর উপদেষ্টা ও নির্বাহী পরিচালক ক্যাপ্টেন সাঈদ খান এর বাবা মো. আব্দুল আজিজ।
এসময় আয়োজকবৃন্দ দু’শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ও ওষুধ পত্র বিতরণ করেন।।