August 18, 2025, 7:18 pm
আরিফুর রহমান,
মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে মামলা তুলে না নেওয়ায় গ্রাম্য ডাক্তার সাগর আহমেদ(৪৮) কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে।
শুক্রবার (০৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাদারীপুর পৌর শহরের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত সাগর আহমেদ সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকার হারুন কবির হাওলাদারের ছেলে ও তিনি একজন গ্রাম্য ডাক্তার।
ভুক্তভোগী পরিবার, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডাক্তার সাগর আহমেদ ও সৈনিকলীগে সভাপতি রুহুল আমিন হাওলাদার ও মাাদারীপুর সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি রাজু হাওলাদারের সাথে জমি নিয়ে দ্বন্দ্বে ছিল। সেই জমির দ্বন্দ্বের জেরে।শহরের পুরাতন বাজার এলাকায় প্রতিদিন ন্যায় ডাক্তার সাগর চেম্বারে বসা ছিলেন।কথা আছে বলে পাশে ডেকে নিয়ে এলোপাতাড়ি ভাবে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান তারা।এ সময় পথচারী ও তার চেম্বারে চিকিৎসা নিতে আসা রোগীরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতের স্বজনেরা জানান, মানুষের সাথে ঝামেলা থাকতেই পারে। কিন্তু এভাবে একজন ডাক্তার লোককে কুপিয়ে আহত করবে এটা ঠিক না। আমরা তাদের কঠিন বিচার চাই।
গ্রাম্য ডাক্তার সাগর আহমেদ বলেন, আমি প্রতিদিনের ন্যায় চেম্বারে বসে রোগী দেখছিলাম এর মধ্যে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী রাজু হাওলাদার, রুহুল-আমিনসহ বেশ কয়েকজন লোক এসে বলে কথা আছে বলে পাশে ডেকে নিয়ে। আমাকে বলে তোর বাড়িঘর আমাদের নামে লিখে দিবি ও তোর বউ যে মামলা করছে সেটা তুলে নিবি।না তুলে নিলে তোরে কুপিয়ে এখানে মেরে ফেলবো। বলে তারা ১০ থেকে ১৫ লোক আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় পরে আমার রোগীরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।আমি তাদের বিচার চাই। স্বাধীন দেশে যদি আমরা এখন আওয়ামী লীগের দোসরের হাতে নির্যাতিত হই।তাহলে কি স্বাধীনতা পেলাম।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।