August 18, 2025, 7:26 pm
কে এম শহীদুল সুনামগঞ্জ:
সুনামগঞ্জে নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান হয়েছে। ৫ জানুয়ারি ২০২৫ ইং তারিখ সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ যোগদান করেছেন। এই সময় তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ৩০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১২ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।###