মানুষের জীবনে খেলাধুলার গুরুত্ব অনস্বীকার্য – মাইমুনুল ইসলাম মামুন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
সুস্বাস্থ্যের উত্তম মাধ্যম হল খেলাধুলা।
খেলাধুলা মন‌কে প্রফুল্ল ক‌রে। মাদকসহ যাবতীয় অসামা‌জিক কার্যকলাপ থে‌কে যুব সমাজ‌কে দূ‌রে রা‌খে। ক্রীড়াই শক্তি ক্রীড়াই মুক্তি। মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। 
সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে মানুষের জীবনে খেলাধুলার গুরুত্ব  অনস্বীকার্য। আজকের এই ফুটবল খেলা উপস্থিত সর্বস্তরের মানুষকে নিঃসন্দেহে আনন্দ দেবে, অনুপ্রাণিত করবে। 
ক্রীড়া নেশার জগত থেকে যুব সমাজকে খেলার মাঠ মুখি করবে। তিনি এই খেলাকে উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

শনিবার (৪ জানুয়ারি) রাতে পটিয়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মাইমুনুল ইসলাম মামুন হাইদগাঁও শাহ আকবরিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

হাইদগাও জিয়া পরিবার কর্তৃক আয়োজিত এইচপিএল অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইদগাও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজান উদ্দীন। এতে এসময় উপস্থিত ছিলেন হাইদগাও ইউনিয়ন বিএনপি নেতা আরিফ মিয়া,জসীম উদ্দীন,আবুল হোসেন, মহিউদ্দীন, আযাদ হাসান রিপন,জাহাঙ্গীর আলম,রিজুয়ানুল হক,মোহাম্মদ আলী,শামীম, বেলাল,নাছির উদ্দীন,শাহাজাদা আবদুল আজীজ,কামাল উদ্দীন,আবদুল, ইউনুচ,যুবদল নেতা আকতার, কাজীম উদ্দীন, সজীব,হানিফ চৌধুরী নয়ন, ছাত্রদল নেতা রাকিব,সাগর,ওসমান, জিহান,ফয়সাল,মুন্না,আরমান,নয়ন প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *