পটিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ জন কারাগারে

মহিউদ্দিন চৌধুরী।।
পটিয়া সংবাদদাতা।। চট্টগ্রামের পটিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ জনকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ জানুয়ারি) উপজেলার হাঈদগাও সাতগাউছিয়া দরবার এলাকায় বিকেল ৫টার দিকে পাহাড় কাটার সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) প্লাবণ কুমার বিশ্বাস এই তিনজনকে ১৫ দিনের করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, হাঈদগাও ৬নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র আবুল কালাম (৬২), একই এলাকার, আব্দুল আজিজের পুত্র মোঃ নুরুল করিম ও ৪নং ওয়ার্ড এলাকার মৃত ছৈয়দ আলমের পুত্র মোঃ হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারি আদেশ অমান্য করে দীর্ঘদিন ধরে পাহাড় কাটার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে পাহাড় কেটে বনের গাছ ও মাটি পরিবহনের রাস্তা করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ৬ম(৫) ধারায় এই জরিমানা করা হয়। জব্দ করা হয় মাটি কাটার সরঞ্জামাদি। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার উপ পরিদর্শক মুহাম্মদ মঈনউদ্দীন ফয়সল।

এই বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস জানান, পাহাড় কাটা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *