January 8, 2025, 2:15 am
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাধখলা খাসপাড়া এলাকায় বনভূমি দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আমির উদ্দিনের বিরুদ্ধে। আমির উদ্দিন স্থানীয় বাসিন্দা মৃত নুরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর রেঞ্জ অফিসের আওতাধীন সিংড়াতলি বিট এলাকর ৪৩নং শ্রীপুর মৌজার ১৮৯৩ নম্বর দাগে বন বিভাগের জমি দখল করেন আমির উদ্দিন। তিনি স্থানীয় প্রভাবশালী লোকদের নিয়ে বিট অফিসের সাথে লেয়াজো করে পাকা ভবন নির্মাণ করছেন।যে কারণে বিট অফিসের সংলগ্ন জায়গায় কাজটি চলমান থাকলেও বিট কর্মকর্তা বাধা প্রদান করছেন না।
সিংড়াতলী বিটের সাবেক কর্মকর্তা আবু জাফর সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্রীপুর মৌজায় এই দাগটি বনের পার্টগেজেটভুক্ত জমি। আমির নামে একজন সম্প্রতি পাকা ঘড় নির্মাণকাজ করছেন এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং নির্মাণকাজ বন্ধ করে দিয়ে আসি। পরবর্তীকালে তারা স্থানীয় প্রভাবশালী কিছু লোকজন নিয়ে বিট অফিসে এসে সুপারিশ করে।এখন ঐখানে যেয়ে আমারা সরাসরি ঘড় ভাঙ্গা অথবা বাধা প্রদান করতে পারছিনা,কারণ সেখানে বাধা দিতে গেলে আমাদের উপর হামলা হওয়া সম্ভাবনা আছে।তবে আইনি প্রক্রিয়া চলমান আছে,তাদেরকে বন আইনে মামলা দেয়া হবে।
সরেজমিন দেখা গেছে, নির্মাণাধীন বাড়ির সামনে বস্তাদিয় উঁচু বেড়া দিয়ে শ্রমিকরা ভেতরে কাজ করছেন। ইতিমধ্যে বাড়ির তিন রুমের আট ফিটের মত ইটের গাথনির কাজ হয়েছে।বাকি কাজ চলমান আছে।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আমির উদ্দিন বলেন, ‘আমি বনের জমি দখল করিনি। এ জমিতে আমরা দির্ঘদিন যাবত বসবাস করে আসছি। জমিটিতে আগে টিনের ঘর ছিল। এখন সেখানে পাকা ঘড় নির্মাণ করা হচ্ছে।’
এ বিষয়ে শ্রীপুর রেঞ্জের রেঞ্জ অফিসার মোখলেছুর রহমান বলেন, ‘যেকোনো উপায়ে আমাদের বন রক্ষা করতে হবে।আমি সরজমিনে গিয়ে তাদেরকে স্থাপনা ভেঙ্গে নেয়ার নির্দেশ দিয়েছি।যদি তারা ভেঙ্গে না নেয় তাহলে আমরা উচ্ছেদ অভিযান চালিয়ে ভেঙ্গে দেয়া হবে।এবং নির্মাণের দায়ে তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাসেল শেখ
গাজীপুর।।