January 8, 2025, 2:16 am
মহিউদ্দিন চৌধুরী।।।
পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় আদালতের আদেশ না মেনে জোরপূর্বক এক অসহায় পরিবারের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতের আঁধারে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহিন আক্তারের জায়গায় এই ঘটনা ঘটেছে।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মৌড়শী সূত্রে জায়গার মালিক হন শাহীন আক্তার। তার জায়গা ক্ষমতা প্রয়োগ করে আত্মসাতের চেষ্টা করে আসছিল পাশ্ববর্তী ফিরোজা আক্তার, আবু তৈয়ব সহ আরো কয়েকজন। এই ঘটনার জেরে ভুক্তভোগী আদালতের শরনাপন্ন হয়ে ১৪৫ মামলা করলে আদালত উভয় পক্ষকে স্থিতিবস্থা বজাহ রাখার নির্দেশ দেন। প্রতিপক্ষ গায়ের জোরে আইনকে অমান্য করে ভুক্তভোগীর জায়গার উপর ঘর নির্মাণে কাজ করে যাচ্ছেন।
ভুক্তভোগী শাহীন আক্তার জানান, প্রতিপক্ষ টাকা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে পেলেছেন। যার কারনে তারা কাজ বন্ধ না করে উল্টো অভিযুক্তের বাড়িতে দাওয়াত খেয়ে গেছে। আমরা এর প্রতিকার কি আদৌও পাব।
পটিয়া থানার এএসআই নাঈম জানান, আদালতের আদেশ অনুযায়ী আবু তৈয়বদের নিষেধ করেছি। তারা তা অমান্য করলে আইনগত ব্যবস্থা নিব।