তানোরে কৃষক সমাজের প্রতিবাদ সভা

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে বিএমডিএর গভীর নলকুপ নিয়ে অনিয়ম, দখলবাজি,গভীর নলকুপ ও অনুমোদিত সেচ মটরে সেচ পানির দাম বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে,গত ২ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা কৃষক সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ চত্তরে প্রতিবাদ সভা আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ওলামা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতের উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান,
উপজেলা সম্পাদক ডিএম আক্কাস আলী, উপজেলা সহকারী সম্পাদক হাফেজ সৈয়দ আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কাজী আফজাল হোসেন, উপজেলা ওলামা সম্পাদক মাওলানা কাজী মিজানুর রহমান, পাঁচন্দর ইউনিয়ন আমীর মাওলানা জুয়েল রানা, মুন্ডুমালা পৌর আমির অধ্যাপক আনোয়ার হোসেন ও অসিমপ্রমুখ। বক্তাগণ বলেন, গভীর নলকুপ নিয়ে নানামুখী অনিয়ম, জ্বালাও পোড়াও, ভাঙচুর ও হামলা-মামলা তারা সমর্থন করেন না। উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে তারা বলেন, আপনারা সরকারি কর্মচারি শতভাগ স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন আমরা আপনাদের পাশে আছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *