রংপুর জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

প্রেস বিজ্ঞপ্তি।।

অদ্য ০১ জানুয়ারী তারিখে, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উদ্যোগে সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে রংপুর জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশগ্রহণ করেন খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।

যে সকল প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য আলামত জব্দ করা হয়:

১. মেসার্স এস টি আর ব্রিকস, বধু কমলা, সাহেবগঞ্জ, সদর, রংপুর। 

২. মেসার্স কে কে ব্রিকস, মদামদন, সাহেবগঞ্জ, সদর, রংপুর।  

৩. মেসার্স এস এল বি ব্রিকস, ভগীরথ, মাছহাড়ী, কাউনিয়া, রংপুর।  

৪. মেসার্স এস বি এফ ব্রিকস-২, তালুক উপাশু, মাহিগঞ্জ, পীরগাছা, রংপুর।  

৫. মেসার্স আর যে এস ব্রিকস, কানিপাড়া, সাধু, কাউনিয়া, রংপুর।  

৬. মেসার্স সায়েম বেকারি, মীরবাগ, কাউনিয়া, রংপুর।  

৭. মেসার্স এস এন ব্রিকস, মীরবাগ, কাউনিয়া, রংপুর।  

৮. তানহা ফুড গার্ডেন, বড়ুয়াহাট, কুর্শা, কাউনিয়া, রংপুর। 

৯. মেসার্স সুর“য ব্রিকস, শিবু বড়ুয়া, কাউনিয়া, রংপুর।  

১০. মেসার্স ফাইভ স্টার ব্রিকস, পূর্ব চান্দঘাট, কাউনিয়া, রংপুর। 

১১. মেসার্স থ্রি স্টার ব্রিকস, পূর্ব চান্দঘাট, কাউনিয়া, রংপুর। 

১২. মেসার্স এস বি এফ ব্রিকস, বেইলী ব্রিজ, কাউনিয়া, রংপুর।  

১৩. এস এস ব্রিকস, বেইলী ব্রিজ, কাউনিয়া, রংপুর।  

১৪. মেসার্স ইনো ব্রিকস, মীরবাগ, কাউনিয়া, রংপুর।  

১৫. মেসার্স আই এম এফ ব্রিকস, ফকিরা, বড়দরগাহাট, পীরগাছা, রংপুর। 

১৬. মেসার্স মিজান ব্রিকস, কালিগঞ্জ, পীরগাছা, রংপুর।

১৭. মেসার্স চৌধুরী ব্রিকস,  দামুর চাকলা, পীরগাছা, রংপুর। 

১৮.  মেসার্স শিল্পী এন্টারপ্রাইজ, বামন সর্দার, সাতদরগা বাজার, পীরগাছা, রংপুর।  

১৯. মেসার্স রিয়াদ সোপ ফ্যাক্টরি, কালিগঞ্জ, পীরগাছা, রংপুর।   

২০. মেসার্স এল পি ব্রিকস, রাধাকৃষ্ণ (কেহেরমান বাজার), সাতদরগা, পীরগাছা, রংপুর।  

২১. মেসার্স এম বি ব্রিকস, সাতদরগা, পীরগাছা, রংপুর।  

২২. মেসার্স বি এম বি ব্রিকস, রতনপুর, পাওটানাহাট, পীরগাছা, রংপুর।

২৩. আল মদিনা বেকারি, পাওটানাহাট, পীরগাছা, রংপুর।

২৪. মেসার্স তারা ব্রিকস ম্যানুফ্যাকচারিং, নবু হাড়িয়াঘাট, পীরগাছা, রংপুর।

২৫. মেসার্স জি বি ব্রিকস, নেকমামুদ, পীরগাছা, রংপুর।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *