আল আমিন মোল্লা
জীবননগর অফিস।
জীবননগর উপজেলায় ব্যাটারিচালিত অবৈধ যান পাখিভ্যান-ইজিবাইকের হেডলাইটের সাদা আলোয় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সেই সাথে বাড়ছে সড়কে ছোট-বড় দুর্ঘটনা।
প্রতিদিন এ উপজেলার মহাসড়কসহ বিভিন্ন সড়কে শত শত অবৈধ যান পাখিভ্যান-ইজিবাইক চলাচল করে থাকে। সন্ধ্যার পর এসব অবৈধ যানচালকরা তাদের নিজেদের সুবিধার্থে এলইডি সাদা লাইট জ্বালিয়ে চলাচল করে থাকে। এতে বিপরীত দিক থেকে আসা সাধারণ পথচারী, মোটরসাইকেল চালকসহ বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রীসহ চালকের চোখে সরাসরি লাইট লাগার কারণে সামনের দিকে কিছুই দেখতে পায় না তারা। এ সময় তাদেরকে দাঁড়িয়ে অথবা ধীরগতিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
জীবননগর উপজেলার রাজনগর গ্রামের প্রাইভেট ড্রাইভার তৌফিক, বলেন পাখিভ্যানের সাদা আলোর গতি আমাদের প্রাইভেট চেয়ে বেশি। প্রাইভেট এর সামনে দিয়ে রাতে কোনো পাখিভ্যান আসলে আমরা সামনের দিকে কিছুই দেখতে পাই না।
এ সময় দুর্ঘটনা এড়াতে আমাদেরকেই গাড়ির গতি কমিয়ে পাখিভ্যান পার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।
জীবননগর পৌরসভার নারানপুর গ্রামের চান মিয়া বলেন, এই জাতীয় লাইটের আলো এতই বেশি যে মোটরসাইকেলের সামনে এই অবৈধ যানের সাদা আলো পড়লে ১-২ মিনিট আর কিছুই দেখা যায় না ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
সর্বসাধারণের জন্য ক্ষতিকারক অবৈধ যানে সাদা এলইডি লাইট পরিহারে জেলা প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Leave a Reply