January 4, 2025, 11:25 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে সকল কর্মরত সাংবাদিকদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশিষ্ট সাংবাদিক ও রামজীবন ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের আহবানে ও সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক সুন্দরগঞ্জ পৌর সভার মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ একরামুল হক, সাংবাদিক মোঃ শাহজাহান মিঞা, এ মান্নান আকন্দ, মোশাররফ হোসেন বুলু, আলাউদ্দিন মজুমদার শাহীনসহ অনেকে। এসময় বিশিষ্ট সাংবাদিক মোঃ নজরুল ইসলামকে আহবায়ক কমিটির প্রধান করে সুন্দরগঞ্জের সব প্রেসক্লাবের কমিটি ভেঙ্গে দিয়ে আগামীতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি প্রদান করা হয়। অনুষ্ঠান টি পরিচালনা করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজা।