January 4, 2025, 10:39 pm
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে । বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক সৌরভের উদ্যোগে সোমবার সুজানগর উপজেলার অসহায় দরিদ্র মানুষদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে শীতবস্ত্র বিতরণকালে ওমর ফারুক সৌরভ বলেন, দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই বাকশাল বিলুপ্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করেছিলেন। তারেক রহমান দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আপোষহীন সংগ্রাম করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংষ্কার শেষে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।আগামী নির্বাচন জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সবাইকে সঙ্গে নিয়ে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ এবং তারেক রহমানের নেতৃত্বেই হবে আমাদের আগামীর স্বপ্নের বাংলাদেশ বলেও জানান তিনি।
এম এ আলম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।