January 4, 2025, 10:07 pm
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার ঐতিহ্যবাহী জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে ২০ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা সোমবার দুপুর ১ টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সভাপতি পদে দুই প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান ও সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু। সহ সভাপতি পদে আব্দুল কালাম আজাদ ও সোহেল রাশেদ জনি মনোনয়ন সংগ্রহ করেছেন। সম্পাদক পদে ৩ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এরা হলেন বর্তমান সম্পাদক শেখ ফজলুর রহমান, সাবেক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন ও আলহাজ্ব শেখ মুরশাফুল আলম। কোষাধ্যক্ষ পদে মোঃ মোশাররফ হোসেন ও এসএম হাবিবুর রহমান মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া ৮টি সদস্য (পরিচালক) পদে ১১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এরা হলেন মোঃ নুরু গাজী, মোঃ মনিরুল ইসলাম, মুহাম্মদ আমিনুল ইসলাম বজলু, রাজীব কুমার মন্ডল, সেলিম মোড়ল, রিমন শেখ, সেলিম শাহরিয়া, শাহীন গাজী, রাব্বু ইসলাম দিপু, এসএম মোমিন উদ্দিন ও মোশাররফ হোসেন। এসময় নির্বাচন কমিটির সভাপতি জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ, সদস্য পরিদর্শক আকতারুজ্জামান ও সহকারী পরিদর্শক আমির হোসেন উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী ২ জানুয়ারি মনোনয়ন পত্র জমা, ৬ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রার্থীর প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ, ৭ ও ৮ জানুয়ারি আপিল আবেদন, ৯,১২ ও ১৩ জানুয়ারি আপিলের শুনানি ও নিষ্পত্তি, ১৪ জানুয়ারি চুড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ১৫ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ১৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১ ফেব্রুয়ারী নির্বাচন।