September 7, 2024, 11:43 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত পীরগঞ্জে সাংবাদিক কাজী নুরুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল র‌্যাব-১২’র অভিযানে ১৮৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নেছারাবাদে দুইশত সাতচল্লিশ কেজি হরিনের মাংস উদ্ধার গ্রেফতার-২ জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে রাজশাহীতে যা বললেন ধর্ম উপদেষ্টা দ্বীনের কাজে অর্থ ও সময় দিতে হবে গোদাগাড়ীতে নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আরএমপি’র নতুন পুলিশ কমিশনার আবু সুফিয়ানের যোগদান মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সন্মেলন খাগড়াছড়িতে বিএনপির সম্প্রীতির সমাবেশ জনসমুদ্রে পরিণত কাল‌কি‌নি‌তে অ‌বৈধ‌ ড্রেজা‌রের বিরু‌দ্ধে অ‌ভিযান
কালীগঞ্জে ১০জন জুয়ারুকে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে গ্রেপ্তার

কালীগঞ্জে ১০জন জুয়ারুকে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে গ্রেপ্তার

মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় মাদক ও জুয়া বিরোধী অভিযান চালিয়ে ১০জন জুয়ারুকে গ্রেফপ্তার করেন কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ এসআই/মোঃ নাজমুল ইসলাম,এএসআই মোঃ রায়হান কবির,ও সঙ্গীয় ফোর্স সহ ৭নং চলবলা ইউনিয়নের শ্রী বাবুল চন্দ্র রায় (৪১) পিতা-মৃত তাম্বি চন্দ্র, সাং-উত্তর বান্দেরকুড়া এর পশ্চিম দুয়ারী চৌচালা টিনের শয়ন ঘরে জুয়া খেলা হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখিয়া দৌড়াইয়া পালানোর সময় আসামীগণকে জুয়া খেলার আসর হইতে হাতে নাতে গ্রেফপ্তার করেন। উক্ত ঘটনাস্থল হইতে জুয়া খেলায় ব্যবহত একটি প্লাষ্টিকের চর্ট যাহার প্রস্থ অনুমান ০৬ ফুট এবং লম্বা অনুমান ০৭ ফুট, জুয়া খেলায় ব্যবহত তাস ৫২(বাহান্ন) টি ও জুয়া খেলার আসরে বা চটের উপরে রাখা ১২টি ১০ টাকার নোট=১২০/ টাকা, ২০ টাকার নোট ০৫টি=১০০/-টাকা, ৫০ টাকার নোট ০২টি=১০০/-টাকা, ১০০ টাকার নোট ২০টি=২,০০০/-টাকা, ২০০ টাকার নোট ০২টি=৪০০/-টাকা ও ৫০০ টাকার নোট ০৫টি=২,৫০০/-টাকা সহ সর্বমোট=৫,২২০/-(পাঁচ হাজার দুইশত বিশ) টাকা উদ্ধার সহ আসামীদের কে গ্রেফপ্তার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলে ১। শ্রী বাবুল চন্দ্র (৪১), পিতা- মৃত তাম্বি চন্দ্র রায়, মাতা-মৃত কিরন বালা, ২। মোঃ জহুরুল ইসলাম(৩২), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-মৃত লে তারা বানু উভয় সাং-উত্তর বান্দেরকুড়া, ৩। শ্রী মৃনাল কান্তি(৩৩), পিতা-শ্রী মহেশ চন্দ্র, মাতা- শ্ৰীমতি লক্ষী রানী, ৪। বিশ্বনাথ রায়(২৫) পিতা-অমূল্য রায়, মাতা-এম্বিকা রায়, ৫। শ্রী প্রভাস চন্দ্ৰ (৩৫), পিতা-মৃত অমূল্য চন্দ্ৰ, মাতা-মৃত চপোবালা, ৬। শ্রী রামানন্দ রায় (৪৮), পিতা-মৃত কন্ঠশ্বর চন্দ্র বর্মন, মাতা-মৃত মেনেকা বালা সর্বসাং পর শিয়ালখোওয়া, ৪নং ওয়ার্ড, ৭। সুবোধ চন্দ্র (৩৫), পিতা-মৃত জিতেন্দ্র নাথ, মাতা-সন্ধ্যা বালা, সাং-গোড়ল, ৯নং ওয়ার্ড, ৮। মোঃ মূসা মিয়া (৩৫), পিতা-মৃত মাদু মিয়া, মাতা-মৃত জান্নাতুননেছা, সাং-গোড়ল, ৮নং ওয়ার্ড, ৯ সুধীর চন্দ্র (৪৫), পিতা-মৃত খোকারাম, মাতা-মৃত আয়মনি, সাং-নিথক, ১০। মোঃ ইউনুছ আলী (৪০), পিতা মোঃ হোসেন আলী, মাতা-মোছাঃ রেজিয়া খাতুন, সাং-চলবলা, ২নং ওয়ার্ড, সকলের থানা-কালীগঞ্জ, জেলা লালমনিরহাট।গ্রেফপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানার নন এফআইআর প্রসিকিউশন নং-৭২, ধারা-জুয়া আইন ৪ মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরনের করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১০জন জুয়ারুকে গ্রেফপ্তার করেন কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

হাসমত উল্ল্যাহ।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD