January 4, 2025, 10:21 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন ও উপজেলা শাখার কমিটি গঠন হয়।গত(৩০ ডিসেম্বর)২০২৪ইং কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলের মাধ্যেমে ৫০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ সমর্থনে মোঃ আবুল বাশার লাভলুকে পুনরায় সভাপতি ও রেজাউল করিমকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
দ্বি-বার্ষিক সম্মলনে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল বাশার লাভলুর সভাপতিত্বে ও মোঃ রেজাউল করিমের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রেনায়েল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা (কালীগঞ্জ-আদিতমারী) লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, কালিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা রুহুল আমীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলার সাধারন সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান,আরোও উপস্থিত ছিলেন, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আবদুস সামাদ, মোঃ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু মুসা আনসারী, মাওলানা মকসুদার রহমান সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের সভাপতিবৃন্দ।
সম্মেলন উপলক্ষে উপজেলার ৮ ইউনিয়ন শাখা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য এবং অতিথিদের সমন্বয়ে একটি শোভাযাত্রা এদিন উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং নব নির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাত করা হয়।
হাসমত উল্লাহ ।।