January 4, 2025, 10:08 pm
স্টাফ রিপোর্টারঃ কিশোর গ্যাং, সাইবার ক্রাইম, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকসেবন থেকে শিক্ষার্থীদের সতর্ক রাখার জন্য সকলকে সচেতন থাকাসহ তাদেরকে বাজে আড্ডা দেওয়া থেকেও আহবান জানিয়েছেন জামালপুর জেলার সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি চাঁদ মিয়া। এসময় তিনি বলেন, একটা অসংগঠিত সমাজ ব্যবস্থায় নেতিবাচক ফল হলো কিশোর অপরাধ। পারিবারিক কাঠামোর দ্রুত পরিবর্তন, অপসংস্কৃতি ও হতাশা কিশোর অপরাধ বৃদ্ধির প্রধান কারণ। তারা এলাকায় আধিপত্য বিস্তারে মাঝে মধ্যেই প্রতিপক্ষের সঙ্গে মারামারি করে। এছাড়াও তারা ইভটিজিং, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পরে। তাই যেখানেই কিশোর গ্যাং দেখা যাবে, দ্রুত পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি কিশোর গ্যাং, সাইবার ক্রাইম ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
সোমবার (৩০শে ডিসেম্বর) সকালে উপজেলার শিমলা বাজারে অবস্থিত শাহীন স্কুল আয়োজনে বার্ষিক আমষ্টিক মুল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওসি চাঁদ মিয়া।
তিনি আরো বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে প্রথমে পরিবারকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উঠতি বয়সী শিশু-কিশোরদের প্রতি পরিবারের স্নেহ মমতা, ভালবাসা ও যত্ন বাড়াতে হবে। পিতা-মাতাকে অবশ্যই সন্তানদের যথেষ্ট সময় দিতে হবে। পরিবারের সবার মনে রাখতে হবে কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং একটি পরিবার, সমাজ তথা পুরো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সভায় ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ বিষয়ে সচেতন ও
মাদক, কিশোর গ্যাং, বাজে আড্ডা থেকে বিরতও
থাকতে স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বর্তমান টেকনলজি নির্ভর যুগে সাইবার অপরাধীরা ইলেক্ট্রনিক্স ডিভাইস দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিত্য নতুন অপরাধ সংগঠিত করছে। সাইবার বুলিংয়ের শিকার হলে বিষয়টি গোপন না রেখে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।