January 4, 2025, 5:56 am
প্রেস বিজ্ঞপ্তি।।
অদ্য ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উদ্যোগে উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান প্রকৌ মুবিন উল ইসলাম এর নেতৃত্বে রংপুর ও নীলফামারী জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
যে সকল প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য আলামত জব্দ করা হয়:
১। মেসার্স লুনা ব্রিকস, শেরমস্ত, চিকলী, তারাগঞ্জ, রংপুর।
২। সোনালী ব্রিকস ফিল্ড, দোয়ালীপাড়া, ফাজিলপুর, তারাগঞ্জ, রংপুর,
৩। এস বি এস ব্রিকস-২, দোয়ালিপাড়া, ফাজিলপুর, তারাগঞ্জ, রংপুর।
৪। এম জেড এইচ ব্রিকস, আলমপুর, চিকলী বাজার, তারাগঞ্জ, রংপুর।
৫। এম জেড এইচ ব্রিকস, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।
৬। এম এইচ ই ব্রিকস, নিজবাড়ি, কুজিপুকুর, চিকলী, সৈয়দপুর, নীলফামারী।
৭। এ*বি ব্রিকস-১ আইসঢাল, কলাবাগান, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।
৮। এ*বি ব্রিকস-২, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।
৯। সোনার বাংলা ব্রিকস, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।
১০। ভাই ভাই ব্রিকস, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।
১১। মেসার্স আফতাব ব্রিকস, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।
১২। বিপিএল ব্রিকস, দলুয়া, মুন্সিপাড়া, সৈয়দপুর, নীলফামারী।
১৩। মেসার্স এ এস বি ব্রিকস-৩, দলুয়া, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।
১৪। এ এন বি ব্রিকস-১, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।
১৫। এ এন বি ব্রিকস-২, আইসঢাল, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।
১৬। এম জেড এইচ ব্রিকস, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।
১৭। এম এ বি অটো ব্রিকস, বাউলের ডাঙ্গা, কামারপুকুর, সৈয়দপুর, নীলফামারী।
১৮। মায়িদা ব্রিকস, সোনাখুলী, জিয়ারবাজার, সৈয়দপুর, নীলফামারী।
১৯। মেসার্স এস কে ব্রিকস, বোতলাগাড়ী, বাইপাস সংলগ্ন, সৈয়দপুর, নীলফামারী।
২০। এম বি বি ব্রিকস, কালীতলা, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী।
২১। এম এ এস ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী।
২২। এ আর এস ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী।
২৩। মামা চিপস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী।
২৪। মুসা ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী।
২৫। আর এস বি ব্রিকস, চৌমুহনী বাজার, সৈয়দপুর, নীলফামারী।
২৬। এস এম এন ব্রিকস, লক্ষণপুর, সৈয়দপুর, নীলফামারী।
অভিযানে আরও অংশগ্রহণ করেন প্রকৌ: জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এবং প্রকৌ: মো: তাওহিদ আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।