January 4, 2025, 5:40 am
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে শ্রমজীবী, রিক্সা চালক ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আলী সুজা ২৮ ডিসেম্বর রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ড, নতুন শিকারপুর, জয়শ্রী বাস স্ট্যান্ড, সানুহার বাস স্ট্যান্ড ও সর্বশেষ শিকারপুর বন্দরের অসহায় শ্রমজীবী মানুষ, রিক্সা চালক , অটো চালক, সবজি বিক্রেতার সহ শীতর্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী বৃন্দ।