বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান

এস মিজানুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি।। “বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে প্রতিযোগিতার বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ ” করা হয়।
জেনারেল নলেজ ক্লাব কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ২৫ ডিসেম্বর মাইলস্টোন কলেজ অডিটোরিয়ামে এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ ডিয়াবাড়িতে অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মোট চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জনাব এটিএম আনসারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি ডে-গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহাব বাগচী। বিশেষ অতিথি ছিলেন রাজউক এর পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন। এছাড়া স্পন্সরশীপ পার্টনার আল আরাফাহ ইসলামী ব্যাংক, আমান গ্রুপ ও পপুলার ফুড এর কর্মকর্তা বৃন্দ।
পুরস্কার প্রাপ্তরা হলো, গ্রুপ এ-(তৃতীয়-পঞ্চম শ্রেণি): প্রথম স্থান: তানজিল রহমান শাবিব, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝর ঢাকা ক্যান্ট, দ্বিতীয় স্থান: ইখাজুল নাহার জিম, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ
তৃতীয় স্থান: তাহমিদুল হাসান জারিফ, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ।
গ্রুপ বি-(ষষ্ঠ-অষ্টম শ্রেণি) প্রথম স্থান: যুগ্মভাবে তাসনিম আনসারী, রাজউক উত্তরা মডেল কলেজ ও ইফতেহাদ ইরফান সায়ন, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও,
দ্বিতীয়: মোঃ শোয়াইব ইসলাম মুগ্ধ, সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও,
তৃতীয়: রাইদা ফারজিনা, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
গ্রুপ সি-(নবম-দ্বাদশ): প্রথম স্থান: আল কাউসার, মাইলস্টোন কলেজ।
দ্বিতীয়: ইফতি ইসলাম, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ।
তৃতীয়: মো: সিয়াম তালুকদার, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়।
গ্রুপ ডি-(দ্বাদশ শ্রেণীর ঊর্ধ্বে):
প্রথম: সামিয়া আক্তার, ইডেন মহিলা কলেজ।
দ্বিতীয়: মোহাম্মদ শামীম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
তৃতীয়: জেরিন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়।#

এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *