পটিয়ায় রসিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার নির্বাচন সম্পন্ন

মহিউদ্দিন চৌধুরী।।
পটিয়া সংবাদদাতা।।
পটিয়ায় রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক কার্য নির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন  হয়েছে। 
২৭ ডিসেম্বর (শুক্রবার) সকালে রসিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার নিজস্ব ভবনে তফশিল অনুযায়ী উৎসুক সদস্যদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে  নির্বাচন সম্পন্ন হয়। তবে একই পদে একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনার এস এম হারুনুর রশিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন, সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন এনাম,সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, আবু কাউছার তুহিন, 
সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু, 
সহ-সাধারণ সম্পাদক শামশুল ইসলাম, মোঃ মহিউদ্দীন,আব্দুল ওয়াজেদ,  
সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দীন স্বাধীন,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এরফানুল হোক চৌধুরী,অর্থ ও পরিকল্পনা সম্পাদক আশরাফুল ইসলাম সাজিন, সমাজ কল্যাণ সম্পাদক এমদাদ হোসেন, 
ধর্ম সম্পাদক মোঃ কায়েম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজুর রহমান, 
সাহিত্য ও পাঠাগার সম্পাদক রমজান আলী মুন্না, তথ্য ও যোগাযোগ সম্পাদক মনিরুল ইসলাম তুলক, ক্রীড়া সম্পাদক জোবায়ের বিন রশীদ,কৃষি সম্পাদক মোঃ কামরুন জামান,প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈমুল হক, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক শাহরিয়ার ইবনে মালেক সৌরভ, অফিস সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রবাসী কল্যাণ সম্পাদক ইজাজুল হক জীবন,সদস্য সরোয়ার কামাল,ফারুক আজম রেজবি, তাফিকুর রহমান রানা, ইমতিয়াজ আহমদ,রাহিন হোসেন আসিফ।

এসময় প্রধান নির্বাচন কমিশনার এস এম হারুনুর রশিদ, নির্বাচন কমিশন সদস্য মিজানুর রহমান ও আবদুল করিম ছাড়াও প্রতিষ্ঠাকালীন সদস্য কে এম ফিরোজ সিকদার,মাহবুবুল কবির মেম্বার, আরশাদুল শফি বাবলু,আবদুল মোমেন,আবদুল খালেক,আজীবন সদস্য মোরশেদুল শফি হিরু,নাজিম উদ্দীন,আমজাদ হোসেন,সাবেক সভাপতি আজগর হোসেন,মোহাম্মদ সেলিম চৌধুরী, মোহাম্মদ আনিস প্রমূখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *