December 27, 2024, 3:17 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বানারীপাড়ায় মাসিক উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষক সমাবেশ ও স্বারকলিপি প্রদান স্বরূপকাঠিতে সীলকোটের কাজ শেষ হওয়ার ৭দিনের মাথায় রাস্তার উপর গজিয়েছে ঘাস তানোরে বিএমডিএর সিদ্ধান্ত মানছে না পল্লী বিদ্যুৎ নড়াইলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক রোমান গ্রে-ফতার আগাম তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন রাঙ্গাবালীর কৃষকরা গাইবান্ধার ফুলছড়িতে দেশীয় ব-ন্দুকসহ ডা-কাত সাইফুল গ্রেফতার আজ জাহাজমারা হাবিব এর  মৃ-ত্যুবার্ষিকী দৈনিক ”আগামীর দর্পণ’ অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক হলেন প্রদীপ কুমার রায় মোরেলগঞ্জের ৮ গ্রামের ২৫হাজার মানুষের চরম ভোগান্তি বাশেঁর সাকোই একমাত্র ভরষা ব্রীজ নির্মানের দাবী ব্রীজ নির্মানের দাবী
তারেক রহমান নির্দেশে মিরপুরে শীত বস্ত্র বিতরণ- সাজ্জাদুল মিরাজ

তারেক রহমান নির্দেশে মিরপুরে শীত বস্ত্র বিতরণ- সাজ্জাদুল মিরাজ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

সুমন খান:

রাজধানী মিরপুর কাফরুল থানার শহিদ মিনার মাঠে , অসহায় হতদরিদ্রের মাঝে ,এবং এলাকার নিম্ন আয়ের শত শত নারী পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল ২৫ শে ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার দুপুর ২টার দিকে । ৩ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীবৃন্দ। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজ্জাদুল মিরাজ সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর যুবদল,
বক্তব্যে বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য । নির্দেশনা বাস্তবায়নে শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে কাজ করছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিরপুর কাফরুল থানার সর্বাধিক নিম্ন আয়ের নারী পুরুষ শীত বস্ত্র পাবে। তিনি আরো বক্তব্য বলেন সাধারণ মানুষের সাথে আমার দলের কথা প্রচার করেছি,বিএনপি প্রতিটি নেতাকর্মীর সাথে আমার আত্মার সম্পর্ক।সেই ধারাবাহিকতা বজায় রাখতে এ বছরও এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। তারেক রহমান দেশের সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক। অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে বিএনপি সবসময়ই মানবিক কাজ করেছেন।সভাপতিত্বে করেন,
মোঃ হাফিজুল ইসলাম বাবু- সদস্য সচিব কাফরুল থানা যুবদল,
তিনি তার বক্তব্যই বলেন,
অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।
এই সময় উপস্থিত ছিলেন,
মোঃ শাহীন মান-নিঃ যুগ্ম আহ্বায়ক কাঁফরুল থানা যুবদল,মহিরুল আলম রাশেদ- কাফরুল থানা যুবদল,কামরুল ইসলাম- সাবেক সদস্য চাকা মহাঃ উঃ যুবদল,
হাজী সাইফুল ইসলাম সিঃ সহ সভাপতি ৪ নং ভয়র্ডি বি. এন.গি,
মজলুর রশীদ বাবুল- যুগ্ম শেষ সাধাঃ সঃ ৪ নং ভয়ার্ত বিএনপি,
তহিতুল ইসলাম তাজ-সাবেক ছাত্রনেতা ৪নং ওয়ার্ড ছাত্রদল,
আশরাফুল হোসেন মামুন- সাবেক সদস্য সচিব চাঃ মঃ পশ্চিম,
রন্ধন আহমেদ- সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চা: মঃ পশ্চিম ছাত্রদল ,
এডভোকেট মাহাদী হাসান- সাবেক আইন বিষয়ক সম্পাদক পশ্চিম ছাত্রদল, হাবিবুর রহমান বাগানবাড়ি, সকল অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ হয়ে সকলের মাঝে কম্বল ও বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD