বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি, কর্মরত সাংবাদিকদের দক্ষতা আরও বৃদ্ধি ও মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে ঝিনাইদহে তিন দিন ব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন সরকারি আমলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহাব্বত হোসেন টিপু। এ সময় ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ, পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, এডজাস্ট ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অফ লিভারেল আর্ট এর সম্পাদক নাজিয়া আফরিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে গত শনিবার থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও কনটেন্ট ক্রিকেটারসহ ৩৫ জন তরুণ সাংবাদিক অংশ গ্রহণ করেন।
সীমান্তে বিজিবির গুলি ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল ফেলে পালালো চোরাকারবারীরা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কানাইডাংগা এলঅকা থেকে ৫৮ বিজিবির অধীন যাদবপুর বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একি অভিযানিক দল সোমবার এই ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ভারতীয় চোরাকারবারীদের ধরতে বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষন করে। ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে ভারত থেকে ২০/২২ জন চোরাকারবারী কানাইডাংগার একটি বিল এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় বিজিবির নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেন উপস্থিত হয়ে দেশী অস্ত্রধারী চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবি টহল দলের দিকে দেশী অস্ত্র ছুড়ে মারলে বিজিবি আরো দুই রাউন্ড গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে চোরাকারবারীদের কয়েকজন সঙ্গে থাকা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। গুলিবর্ষনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আতিকুর রহমান
ঝিনাইদহ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *